ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৭
আজকের সর্বশেষ সবখবর

সারা-কার্তিকের ট্রেলার নিয়ে ট্রল

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জানুয়ারি ২২, ২০২০ ১১:৪৫ পূর্বাহ্ণ
পঠিত: 78 বার
Link Copied!

তিন দিনে সারা আলী খান আর কার্তিক আরিয়ান অভিনীত ‘লাভ আজকাল’ (২০২০) ছবির ট্রেলার দেখা হয়েছে আড়াই কোটির বেশিবার। কিন্তু তাতে কিছু আসে-যায় না। সামাজিক যোগাযোগমাধ্যম ভেসে যাচ্ছে এই ট্রেলার নিয়ে ব্যঙ্গাত্মক মিম আর ট্রলে। ‘ওভার অ্যাক্টিংয়ের দোকান’, ‘এর চেয়ে ফালতু ট্রেলার হতেই পারে না’, ‘আমার দেখা সবচেয়ে বাজে ট্রেলার’, ‘আবেগের ছিটেফোঁটা নেই’—এসব মন্তব্যের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে ‘হ্যাশট্যাগ লাভ আজকাল’।

ফিল্মি বিটের প্রতিবেদন অনুসারে, এই ট্রেলারে সারা আর কার্তিকের অতি অভিনয় ও নির্বোধ ডায়ালগ বিরক্ত হয়েছে দর্শক। হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে রাতারাতি। সারা আলী খানের বাবা সাইফ আলী খান তো আগেই জানিয়েছেন, এই ট্রেলার পছন্দ হয়নি তাঁর। অবশ্য সরাসরি বলেননি। বলেছেন, ‘আমার করা “লাভ আজকাল”-এর ট্রেলার এর চেয়ে ঢের ভালো ছিল।’

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না