ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১:৩৩
আজকের সর্বশেষ সবখবর

আজ পাকিস্তান যাবে বাংলাদেশ দল

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জানুয়ারি ২২, ২০২০ ১১:৪৫ পূর্বাহ্ণ
পঠিত: 427 বার
Link Copied!

পাকিস্তানের লাহোরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আজ বুধবার রাতে রওয়ানা হবে বাংলাদেশ দল। রাত ৮টায় ঢাকা ছাড়বে মাহমুদুল্লাহরা।

ঢাকা থেকে লাহোরে যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট নেই। অন্য দেশ ঘুরে যেতে হয়। যা সময় সাপেক্ষ। তাই ক্রিকেটারদের জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই বিমানে চড়েই রাতে ঢাকা ত্যাগ করবেন ক্রিকেটাররা। রাত ১১টার দিকে তাদের পাকিস্তান পৌঁছানোর কথা রয়েছ

লাহোরে প্রথম টি-২০ ম্যাচটি হবে ২৪ জানুয়ারি। পরের দুটি ২৫ ও ২৭ জানুয়ারি। শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না