ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৭
আজকের সর্বশেষ সবখবর

নিজে যেচে শ্বশুরবাড়িতে আসেননি’

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জানুয়ারি ২২, ২০২০ ১১:৪৮ পূর্বাহ্ণ
পঠিত: 109 বার
Link Copied!

নিজে যেচে শ্বশুরবাড়িতে আসেননি। ব্যান্ড বাজা বারাত নিয়ে তাঁকে আনতে যাওয়া হয়েছিল। তাই তিনি স্বামীর বাড়িতে এসেছেন। এভাবেই স্বামীকে কটাক্ষ করলেন শিল্পা শেঠি। কি অবাক লাগছে শুনে? ভাবছেন,  শিল্পা শেঠির সাজানো সংসারে আবার কী হল?

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি নিজের একটি  টিকটক ভিডিও শেয়ার করেন শিল্পা শেঠি। যেখানে তিনি বলতে শুরু করেন, যাঁরা নিজেদের স্ত্রীকে বিপদ বলে মনে করেন, তাঁদের বলে রাখা ভাল যে এই বিপদ বা সমস্যা নিজে থেকে স্বামীর ঘরে আসেননি। ব্যান্ড বাজা বারাত নিয়ে, তাঁদেরকে নিয়ে আসতে যাওয়া হয়েছিল।  তাই স্ত্রীদের সমস্যা বা বিপদ বলে কখনও সম্মোধন করা যাবে না বলে স্পষ্ট জানান শিল্পা শেঠি।

অক্ষয় কুমারের সঙ্গে বিচ্ছেদের পর শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা শেঠি। বিয়ের পর শিল্পা-রাজের জীবনে আসে ছোট্ট ভিয়ান।  বিয়ের এত বছর পরও রাজের রাজেন্দ্রানি হয়েই বসে রয়েছেন শিল্পা। তাই স্বামীর সঙ্গে মজা করতেই নতুন ধরনের ওই টিকটিক ভিডিও শিল্পা শেয়ার করেন বলে মনে করছেন অনেকে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না