ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১২:১৫
আজকের সর্বশেষ সবখবর

ঋণের বিনিময়ে লাভ গ্রহণ কি জায়েজ?

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জানুয়ারি ২২, ২০২০ ১২:২৯ অপরাহ্ণ
পঠিত: 69 বার
Link Copied!

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

প্রশ্ন : আমার চাচাতো ভাই গার্মেন্ট ব্যবসায়ী। তিনি আমার কাছ থেকে ৩০ লাখ টাকা ধার নিয়েছেন। কিন্তু আমরা কেউই এখানে কোনো সুদ বা লভ্যাংশের চুক্তি করিনি। একদম বিনা শর্তে ধার দিয়েছি। এখন তিনি আমাকে প্রতিবছর কিছু টাকা (তার বক্তব্য মতে) উপহারস্বরূপ দিয়ে থাকেন। প্রশ্ন হলো, এই টাকা নেওয়া আমার জন্য জায়েজ হবে কি না?

—মাহমুদুল ইসলাম, ভৈরব।

উত্তর : ঋণ দেওয়ার পর তার ওপর কিছু অতিরিক্ত আদান-প্রদান শরিয়তের আলোকে সুদের অন্তর্ভুক্ত। তবে ঋণ দেওয়ার সময় অতিরিক্ত কিছু দেওয়ার প্রচলন না থাকলে ঋণগ্রহীতা ঋণ পরিশোধের সময় অতিরিক্ত কিছু দিলে তা নেওয়ার অবকাশ আছে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না