দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের একাংশ দিয়ে সেচ্ছায় অসহায় মানুষদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রকোপে শহর নকডাউন হওয়ায় খেটে খাওয়া মানুষগুলো পরেছেন বিপাকে। বিধায় দিনমজুর, ভিক্ষুক সহ প্রায় ৫শত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করার উদ্দেগ নিয়েছেন কর্তৃপক্ষ এবং তা আজ রবিবার বাস্তবায়ন করেছেন দিনাজপুর সমাজসেবা অধিদপ্তর এর বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ত্রানসামগ্রী বিতরণ করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ। চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করেন তারা। তারা আরও জানান যে, অসহায় মানুুষদের পাশে দাড়াতে পেরে আমরা গর্ববোধ করছি।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।