ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২২
আজকের সর্বশেষ সবখবর

মহামারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দূর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান ॥

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২০ ১২:৪২ অপরাহ্ণ
পঠিত: 69 বার
Link Copied!

বিডি-আলো ডেস্ক /মোঃ রিয়াদ হাসান আকাশঃ

মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে দূর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান এর মৃত্যু। আজ সোমবার ভোরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ রেজাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩০শে মার্চ থেকে জ্বর ও কাশি নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন দুদকের এই পরিচালক। জানা যায়, বর্তমানে তার স্ত্রী ও সন্তানকেও আইসোলেশনে রাখা হয়েছে।

মারা যাওয়া দুদক পরিচালক জালাল সাইফুর রহমান প্রশাসন ক্যাডার ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০১৭ইং সালের জুলাই মাসে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না