ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১:৫৩
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের নবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১ যুবক ॥

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২০ ২:৩০ অপরাহ্ণ
পঠিত: 65 বার
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার (দিনাজপুর-গোবিন্দগঞ্জ) মহাসড়কে ভাদুরিয়া নামক একটি এলাকায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ জন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম: হারুনুর রশিদ (৪৫)। তিনি নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত গোলাম উদ্দিনের ছেলে। তিনি রড-গ্রিলের দোকান মালিক। স্থানীয় এলাকাবাসীগণ জানান, প্রতিদিনের ন্যায় আজ সকালে তিনি তার দোকানের উদ্দেশ্যে রওনা হওয়ার পথিমধ্যে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল এর সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটেছে।

দিনাজপুরের নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, আহত হারুনুর রশিদকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিসিন কর্নারে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।

অপরদিকে আহত আরেকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না