দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দিনাজপুর টু ঢাকা মহাসড়কে যানবাহন চলাচলের রাস্তাগুলোতে কড়া নজরদাড়ী রাখছে পুলিশ ও সেনাবাহিনী।
নানা অজুহাতে বাহিরে যাচ্ছেন এলাকার মানুষ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর সতর্কতাবাণী মানছে না এলাকার মানুষ।
রাস্তায় অবৈধভাবে মটরসাইকেল চলাচলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী অফিসার ওয়াহিদা আজ বুধবার সকালে ৩৫ হাজার টাকা জরিমানাও করেছেন। করোনা ভাইরাস সন্দেহে এই উপজেলায় ৯৫জন কে হোম কোয়ারেন্টনে রাখা হয়েছিল তার মধ্যে ১৪জন কে ছাড়পত্র দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।