ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৯
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠী দলিত সম্প্রদায়ের হেলা ও বাসফোর (হরিজন) এর মাঝে আবারো হুইপ ইকবালুর রহিমের ত্রাণ বিতরণ ॥

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২০ ৩:৪৯ অপরাহ্ণ
পঠিত: 68 বার
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ

দিনাজপুরে করোনা ভাইরাস এর সংক্রমন থেকে বিরত রাখতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে দিনাজপুর জেলা প্রশাসন। ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন মানুষেরা আজ বিপাকে। তাদের এই খারাপ সময়ে পাশে এসে দাড়িয়েছেন দিনাজপুর বাসীর গর্ব ও সুখ-দুঃখের সাথী জাতীয় সংসদের হুইপ ও সদর ৩ আসনের এমপি ইকবালুর রহিম।

তিনি প্রতিনিয়ত দিনাজপুরের অসহায় মানুষদের পাশে দাড়াচ্ছেন। অসহায়, অস্বচ্ছল মানুষের মাঝে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার নিজ অর্থায়নে শহরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ত্রাণ বিতরণ করছেন।

আজ ৮ এপ্রিল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, দিনাজপুর একাডেমিক স্কুল প্রাঙ্গনে- সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী দলিত সম্প্রদায়ের হেলা ও বাসফোর (হরিজন) এর মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না