বিডি-আলো ডেস্ক /মোঃ রিয়াদ হাসান আকাশঃ
গত ৯ এপ্রিল রাতে সিলেটে ফাহিম আহমদ (২৪) নামে এক কাতার প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত প্রবাসী যুবক হায়দরপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে। তিনি ৩/৪ মাস আগে কাতার থেকে ছুটিতে দেশে আসেন। হত্যাকান্ডের এই ঘটনায় খালেদ ও পাপ্পু নামে নিহতের দুই বন্ধুকে আটক করেছে পুলিশ প্রশাসন।
মূলত হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলে জানান স্থানীয় পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার হায়দরপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে হায়দরপুর গ্রামে বাড়ির পাশে নিকটবর্তী নদীর পাড়ে ফাহিমকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত করছে পুলিশ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।