ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৭
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনায় গত ২৪ ঘন্টায় ১৪৪৩ জনের মৃত্যু এবং আক্রান্ত প্রায় সাড়ে ৪ লাখ ॥

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১০, ২০২০ ১২:০৩ অপরাহ্ণ
পঠিত: 78 বার
Link Copied!

বিডি-আলো ডেস্ক /মোঃ রিয়াদ হাসান আকাশঃ

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত ১৪৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাড়ালো ১৬ হাজার ২৩১ জনে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৮৫ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে ৪ লাখ ৫৬ হাজার ৪১২ জনকে শনাক্ত করা হয়েছে।

দেশটির শুধুমাত্র নিউইয়র্কে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা বর্তমানে এখন ১ লাখ ৫০ হাজারের কাছাকাছি এবং এই দেড় লক্ষাধিক আক্রান্তের মধ্যে মারা গেছে প্রায় ৬ হাজারেরও বেশি।

সারা বিশ্বে প্রায় ১৬ লাখ মানুষ এই প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত। আক্রান্তের দিক দিয়ে ইতালিকে পাল্লা দিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র সবার উপরে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না