দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরে টিসিবির পণ্য ক্রয়ের সময় ক্রেতারা মানছেননা নিজেদের সামাজিক দূরত্ব। দিনাজপুর ডিসি অফিস কর্তৃপক্ষ প্রশাসনিক ভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার নির্দেশ দিলেও তা অমান্য করেই পণ্য ক্রয় করছেন ক্রেতারা।
চাল, ডাল, তেল, চিনি, পেয়াজ, বুট সহ ৬টি পণ্য নিম্ন আয়ের মানুষদের মাঝে বিক্রি করা হচ্ছে। গায়ের সাথে গা ঘেষে, হুড়োহুড়ি করে পণ্য কিনছে স্থানীয় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। এভাবে খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে মরনব্যাধি করোনা ভাইরাস।
এদিকে দিনাজপুর সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুস জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। দিনাজপুরে করোনা পরিস্থিতি ভালো। কোন রোগী সনাক্ত হয়নি। তবে নারায়নগঞ্জ থেকে অনেকে দিনাজপুরে আসায় করোনার ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করছেন অনেকেই।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।