দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরে অস্বচ্ছল-প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আজ রোববার সকালে নাজমা রহিম ফাউন্ডেশনে ৫০জন প্রতিবন্ধীদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় তিনি বলেন, বর্তমান মহামারী করোনার প্রভাবে প্রতিবন্ধীরা সমস্যায় পড়েছে, এই সমস্যা সমাধানে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামান্য কিছু খাদ্য সামগ্রী তাদের মাঝে বিতরণ করা হলো।
তিনি আরও বলেন, বিতরণ কালে যারা আসতে পারেনি তাদের ঘরে- ঘরে গিয়ে আমাদের নেতাকর্মীরা খাদ্য সামগ্রী পৌছে দিয়ে আসবে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।