বিডি-আলো ডেস্ক /মোঃ রিয়াদ হাসান আকাশঃ
গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) আবারো কেরে নিল দেশে ৪ জনের প্রাণ। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪ জনে।
আজ রবিবার দুপুরে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক ভিডিও বার্তায় এ জন্য জানান। এ সময় তিনি আরও জানান, ইতিমধ্যে দেশে আরও ৩ জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।