বিডি-আলো ডেস্ক /মোঃ রিয়াদ হাসান আকাশঃ
গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) এ দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত করা হয়েছে আরও ১৮২ জন কে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ৮০৩ জনে।
আজ সোমবার দুপুরে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইনে লাইভের মাধ্যমে এ তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ১৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৮২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও জানান, ইতিমধ্যে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিক ভাবে করোনার সংক্রমন শুরু হয়ে গেছে, বিধায় সংক্রমন থেকে মুক্তি পেতে ঘরে অবস্থানের কোন বিকল্প নেই।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।