দিনাজপুর প্রতিনিধি: মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরের (বিরল বাজার-সংকরপুরে) প্রায় ৪২০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন “মেসার্স সৌরভ শুভ এন্টারপ্রাইজ” কর্তৃপক্ষ। গত ১২ এপ্রিল রোজ রোববার প্রোপাইটর মোঃ হাবিবুর রহমান ও মোঃ মফিজুর রহমান এর নিজ উদ্দোগে এই ত্রাণ বিতরণ করা হয়।
প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ক্রান্তিকালে বিপাকে পড়েছে অস্বচ্ছল, দিনমজুর সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। কর্মহীন হয়ে পড়ায় খুব কষ্টে দিনাতিপাত করছে অস্বচ্ছল ও খেটে খাওয়া মানুষগুলো সহ তাদের পরিবার। করোনার এই বিপাকে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। করোনার এই ক্রান্তিকালে অস্বচ্ছল ও খেটে খাওয়া মানুষদের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব। আমাদের উচিত নিজেদের সামর্থ অনুযায়ী তাদের সহযোগীতা করা। আমাদের সামান্য সহযোগীতা এমন অনেক অস্বচ্ছল পরিবারে এক বেলার খাবারের ব্যবস্থা করতে পারে বলে মন্তব্য করেন “মেসার্স সৌরভ শুভ এন্টারপ্রাইজ” কর্তৃপক্ষ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।