ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৬:০২
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তির মৃত্যু!!

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২০ ৬:৩৫ অপরাহ্ণ
পঠিত: 70 বার
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ

দিনাজপুরের বিরামপুর উপজেলার শৈলান গ্রামের আজিজার রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা যায়, ১০-১২ দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন তিনি। এসব উপসর্গ নিয়ে তিনি গত ১৩ এপ্রিল রোজ: সোমবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। এসব উপসর্গ দেখে মেডিক্যালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা আজিজার রহমানকে করোনা আক্রান্ত সন্দেহে মেডিক্যালে ভর্তি করে। কিন্তু আজিজার রহমান সোমবার রাতেই কোনভাবে মেডিক্যাল হতে পালিয়ে নিজ বাড়িতে চলে আসেন। আজ ১৪ এপ্রিল রোজ: মঙ্গলবার সকালে তিনি নিজ বাড়িতে অবস্থানকালে মৃত্যুবরণ করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন জানান, মৃত আজিজার রহমানের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং তার পরিবারের সদস্যদের কঠোর নজরদারিতে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হবে।

আজিজার রহমানের মৃত্যুতে আতঙ্কিত বিরামপুর উপজেলা সহ দিনাজপুর জেলায় বসবাসরত পুরো এলাকাবাসী।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না