দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জের ধরেই আব্দুল বাকী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ১৩ এপ্রিল রোজ: সোমবার দুপুরে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গ্রামের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই এ বিরোধ চলছিল উভয় পক্ষের মধ্যে। সোমবার দুপুরে কচু ক্ষেতের জমিতে পরিচয্যা করার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। আহতদের তৎক্ষনাত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা দেওয়া হয়। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আহত ঐ ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জানা যায়, নিহত ব্যক্তি আব্দুল বাকী (৫৫), পৌর এলাকার পার ভবানিপুর গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে।
এই ঘটনায় বিরামপুর থানায় ২৩ জনকে আসামী করে মামলা করা হয়েছে এবং পুলিশ ১০ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।