বিডি-আলো ডেস্ক /মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আরও ১৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে করোনায় শনাক্ত করা হয়েছে ২৬৬ জন কে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ১৮৩৮ জনে।
আজ শুক্রবার দুপুরে, রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যত দিন যাচ্ছে করোনার তান্ডব ততই বেড়ে চলেছে। করোনা তার গতিতে আক্রান্তের সংখ্যা বাড়িয়ে চলেছে। নিজেরা সচেতন হতে না পারলে খুব দ্রুত করোনার প্রভাবে আক্রান্তের সংখ্যা আরও বারবে বলে জানান বিভিন্ন চিকিৎসক সহ অন্যান্য বিশেষজ্ঞরা।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।