বিডি-আলো ডেস্ক /মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দেশে ক্রমাগত বেড়েই চলেছে প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা। অন্যদিকে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আরো ১০ জন প্রাণ হারালেন, এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ১০১ জনে।
অপরদিকে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৭৭৯ জনের এবং নতুন করে শনাক্ত করা হয়েছে আরও ৪৯২ জন কে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ২,৯৪৮ জনে।
আজ ২০ এপ্রিল রোজ: সোমবার দুপুরে, “করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত” অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানায়, নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।