দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ
আর্তমানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিট আজ ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় পাহাড়পুরস্থ ইউনিট কার্যালয় মাঠে, করোনা ভাইরাসে (কোভিড-১৯) এ ক্ষতিগ্রস্থ প্রায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। ৩ দিন ব্যাপী এই কার্যক্রমের মাধ্যমে প্রত্যেক পরিবারকে ৭.৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি ডাল ও আধা কেজি সুজি বিতরণ করা হচ্ছে।
দিনাজপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ বজলুল হক ত্রাণ বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর ইউনিটের সেক্রেটারী মোঃ আলাউদ্দিন, কার্যনির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল, রনজিৎ কুমার সাহা, ইউনিট অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন, শহর সমাজ সেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, ইউনিটের যুব প্রধান মোঃ কিবরিয়া জাহিদ এর নেতৃত্বে ৩০ জন যুব স্বেচ্ছাসেবক উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।