দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় দিনাজপুর সরকারি কলেজের বিএনসিসি’র ত্রান তহবিল হতে গরীব, অসহায় ও দুস্থ মানুষদের ত্রাণ সামগ্রী প্রদান করেছে কর্তৃপক্ষ।
আজ ২১ এপ্রিল মঙ্গলবার সকালে দিনাজপুর সরকারি কলেজে সামাজিক দুরত্ব বজায় রেখে ১৬২ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন।
এ সময় প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও আধা কেজি পেয়াজ দেয়া হয়। ত্রাণ সামগ্রী প্রদানকালে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের পিইউও আব্দুল্লাহ আল ফুয়াদ ও মোঃ হামিদুর রহমান সোহেল প্রমুখ।
ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সকলকে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এবং এর প্রকোপ থেকে নিজেদের বাঁচাতে নিজ নিজ ঘরে অবস্থানের আহ্বান জানায় উপরোক্ত সকল ব্যক্তিবর্গ’রা।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।