দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরের বীরগঞ্জে প্রাণগাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রকোপে ত্রাণের দাবিতে প্রায় ২শ’ আদিবাসী জনগোষ্ঠী উপজেলা অফিস ঘেরাও করে উপজেলা চত্বরে অবস্থান নেন। আদিবাসিদের নেতৃত্ব দেন আদিবাসী নেতা জসেব হাসদা।
আজ ২১ এপ্রিল সকাল রোজ মঙ্গলবারে বীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের আদিবাসি সকল বাসিন্দা একত্রিত হয়ে ত্রাণের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে। আদিবাসীরা জানান, এ পর্যন্ত এক দফায় ৩-৪ কেজি চাল, দেড় কেজি আলু ছাড়া কিছুই পায়নি। কেউ কেউ আবার তাও পায়নি। তারা খেয়ে না খেয়ে জীবন ধারন করছে। এ সব অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন এর কাছে জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন তাদের কে ত্রান দেয়ার আশ্বাস দেন। প্রায় দেড় ঘন্টা অবস্থানের পর আদিবাসিরা সেখান থেকে চলে যান।
তারা সামাজিক দূরত্ব না মানায় (কোভিড-১৯) করোনা ভাইরাস ছড়িয়ে পাড়ার আশংকা রয়েছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।