ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৪
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে “পপুলার ডায়াগনস্টিক সেন্টার” দিনাজপুর শাখার উদ্দোগ্যে ছিন্নমূল মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ!!

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২০ ১২:০৪ অপরাহ্ণ
পঠিত: 60 বার
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ

বর্তমান সারাবিশ্বে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমনের ভয়াবহতা বিদ্যমান। অদৃশ্য এক ভাইরাসে আজ সারাবিশ্ব আতংঙ্কে। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ঠেকাতে দেশে লকডাউনের ঘোষণার কারণে খুব কষ্টে জীবন যাপন করছে দেশে দৈনিক আয়ের খেঁটে খাওয়া মানুষগুলো সহ অসহায় ও অস্বচ্ছল পরিবারগুলো।

গত ২১শে এপ্রিল রোজ: মঙ্গলবার রাতে, “পপুলার ডায়াগনস্টিক সেন্টার” দিনাজপুর শাখার উদ্দোগে, ব্যবস্থাপক শাহ্ মোঃ সাইফুল আলম সাবিন এর নেতৃত্বে- দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় গরীব, অসহায় ও নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষগুলোর মাঝে রান্না করা খাবার (খিচুরী ও ১ টি সিদ্ধ ডিম) বিতরণ করা হয়।

এ সময় ব্যবস্থাপক শাহ্ মোঃ সাইফুল আলম সাবিন বলেন, বর্তমান করোনার এই পরিস্থিতিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, দুঃস্থদের মাঝে দাড়াতে হবে, তাদেরকে সবসময় সতর্ক করতে হবে, তবেই আমরা এই পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম হব।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না