দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুর সদরে আজ ২৭ এপ্রিল সোমবার ত্রাণের দাবিতে মহাসড়কে অবরোধ করেছে করোনায় ভুক্তভোগী কর্মহীন মানুষেরা। কয়েক ঘন্টা দিনাজপুর-রংপুর মহাসড়কে অবরোধ করেছে বঞ্চিতরা। খবর পেয়ে দুপুর ১টার দিকে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান এবং উপজেলা চেয়ারম্যান মো. ইমদাদ সরকার গিয়ে ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।
অবরোধকারীরা অভিযোগ করেন, দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায় নিজেদের লোকজনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। অথচ আমরা না খেয়ে আছি। আমাদের এখন পর্যন্ত ত্রাণ দেওয়া হচ্ছে না।
দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান জানান, খবর পেয়ে আমি সেখানে পৌছাই এবং তাদেরকে নামের তালিকা করে ইউএনওর কাছে জমা দিতে বলি। এ কথা বলে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।