বিডি-আলো ডেস্ক /মোঃ রিয়াদ হাসান আকাশঃ
চিরবিদায় নিলেন বলিউড অভিনেতা ইরফান। আজ বুধবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইরফান খানের মুখপাত্র সাংবাদিকদের কাছে তার পাঠানো একটি বার্তায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকলে তার বয়স হয়েছিল ৫৩ বছর। জানা যায়, কোলন ইনফেকশনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
১৯৬৭ সালের ৭ জানুয়ারি রাজস্থানের জয়পুরে ইরফানের জন্ম। ২০০৭ সালে বক্স অফিসে হিট ‘মেট্রো’ সিনেমার ফিল্মফেয়ার সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কার পাওয়া ইরফানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন বলিউড তারাকারা।চিরবিদায় নিলেন বলিউড অভিনেতা ইরফান খান!!
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।