দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরের খানসামায় গতকাল (২৮ এপ্রিল-মঙ্গলবার) রাত ৩ টায় করোনার উপসর্গ নিয়ে মেরিনা খাতুন (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
মৃত মেরিনা খাতুন খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের চাঁদমিয়া মেম্বার পাড়ার মোস্তাকিন ইসলামের স্ত্রী। তিনি কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও পাতলা পায়খানায় ভুগছিলেন। নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক সাজু। বিষয়টি পরিবারের লোকজন গোপন রেখেছিল। চেয়ারম্যান সাজেদুল হক সাজু বলেন, স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারি ঐ নারী কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশি ও পাতলা পায়খানা ভুগছিল। উপসর্গগুলো করোনো ভাইরাসের মতো হলেও তাঁকে হাসপাতালে নিয়ে যাননি স্বজনেরা। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে ও স্বাস্থ্য বিভাগকে জানালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ওই নারী অসুস্থ হওয়ার বিষয়টি কেউ আগে থেকে জানায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত ঐ পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।