দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্তের সংখ্যা ক্রমান্বত দিন দিন বেড়েই চলেছে। এ পর্যন্ত দিনাজপুর জেলার ৮ টি উপজেলায় ১৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর উল্লেখযোগ্য কারণ এই শহরের মানুষের অসাবধানতা।
প্রশাসনের কড়া তৎপড়তার মাঝেও নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছে এই জেলার মানুষজন। এই রোগ থেকে নিস্তার পেতে গেলে সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া কোন বিকল্প নেই। কিন্তু দিনাজপুরের মানুষ সেটি মানতে নারাজ, মানছে না তারা সামাজিক দূরত্ব।
এছাড়াও রাস্তায় নেমে ত্রাণের দাবীতে বিক্ষোপ করার ঘটনা এই জেলাতে বিদ্যমান। এরই প্রেক্ষিতে দিনাজপুর বাজারগুলোতে সেনাবাহিনী কাঁচা বাজারের দোকানদারদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলেন এবং বোঝানোর চেষ্টা করেন সামাজিক দূরত্ব নিশ্চিত না করলে এটি মহামারি আকার ধারণ করবে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।