বিডি-আলো ডেস্ক /মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর উল্লেখযোগ্য কারণ হলো এ দেশের মানুষের অসচেতনতা। আর এই করোনাকে নিয়ে দেশের মানুষের মধ্যে চলছে নানা রকম মতবিরোধ।
আজ শুক্রবার দুপুরে, “করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত” নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর, ডা. নাসিমা সুলতানা বলেন, যারা করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হচ্ছেন তারা কোন অপরাধী নন। দেশের বিভিন্ন শহরে, এলাকায়, পাড়া মহল্লায় যারা (কোভিড-১৯) এ আক্রান্ত, তাদের সাথে এলাকাবাসী আপনারা খারাপ ব্যবহার করছেন। একবার চিন্তা করুন, যে কোন সময় আপনিও বা আপনার পরিবারের যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। তাই (কোভিড-১৯) এ আক্রান্ত ব্যক্তির সাথে খারাপ ব্যবহার না করে সহানুভূতিশীল আচরণ করা সহ সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।