ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২২
আজকের সর্বশেষ সবখবর

ফেনী শহরের উত্তর সহদেবপুর পানিতে ধান কেটে দিয়েছে পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ৪, ২০২০ ১:০৬ অপরাহ্ণ
পঠিত: 54 বার
Link Copied!

মেহেদী হাসান, ফেনী জেলা প্রতিনিধি

মহামারি করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেয়ায় ফেনী শহরের উত্তর সহদেবপুর পানিতে ধান কেটে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব জানিয়েছে, শনিবার সকালে ৩০ জন নেতাকর্মী সহদেবপুর ও ভালুকিয়া এলাকায় ৯০ শতাংশ জমির ধান কেটে দেয়া হয়। ওই জমিতে ফলনও ভালো হয়েছে। শ্রমিক সংকট থাকায় ক্ষতির আশংকায় জমির ধান কাটা হয়।পৌর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির উৎসাহে আমরা কৃষকদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। ধান কেটে দেয়ায় জমির মালিকও অনেক খুশি হয়েছেন। একজন কৃষকও উপকৃত হোন সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না