রবিন ,বাগমারা প্রতিনিধি
বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কভিড-১৯) মহামারী রুপ নিয়েছে। এর প্রভাব পড়েছে সবুজ শ্যামল ছায়া সু-নিবিড় বাংলাদেশেও। সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে নিরাপদ থেকে সমাজ তথা রাষ্ট্রকে রক্ষা করতে গোটা দেশ প্রায় গৃহবন্দি হয়ে গেছে। যার প্রভাবে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ মানবেতর জীবন যাপন করছে। করোনা সঙ্কটময় পরিস্থিতির পাশে দাঁড়ালেন তাহেরপুর পৌরসভার কৃতি সন্তান সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার।কাঞ্চন কুমার দাস তার নিজ উদ্যোগে করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। সোমবার ৪ মে রাত ৯ টায় সুলতান পুর ৬ নং ওয়াড় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে রাতের আধারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্হাপন করেছেন তাহেরপুর পথিক বিনোদন ক্লাব সমাজ কল্যান সংস্থা ও উদয়ন স্পোর্টিং ক্লাবের এক ঝাঁক তরুণ প্রজন্মের ছাত্র লীগের সৈনিক। তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর নিজ হাতে তৈরী এই ছাত্র লীগের সকল সদস্য গন বাগমারা তথা রাজশাহী জেলায় আলোড়ন সৃষ্টি করেছেন। ইতি মধ্যে এই সংগঠন চাল, ডাল,আলু আটা, তৈল,লবন, সাবান, সহ সকল সবজি বিতরণ করেছেন,যা রাজশাহী জেলায় কোথায় এমন সংগঠন করে নাই। শুধু তাই নয়, সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুখে নিজের খাবার বিলিয়ে দিবো অনাহারীর মুখে,মানুষ মানুষের জন্য তারই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় হতে আসা কন্যাদান, চিকিৎসার খরচ, রক্ত দান এই সংগঠন টি করে থাকে।তারা নিজে খেয়ে না খেয়ে অন্য কে বাঁচাতে ও করোনা ভাইরাস হতে মুক্ত রাখার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে,তাই এই নতুন প্রজন্মের ছাত্র লীগ নেতা কে ধন্যবাদ জানান তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও বাগমারা বাসি।রাতের আধারে খাদ্য পৌঁছে দিলেন, সন্দীপ রায় টিংকু সাধারণ সম্পাদক তাহেরপুর পৌর ছাত্রলীগ। জাহিদুল খান শোভন বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, তাহেরপুর পৌর ছাত্রলীগ।ছাত্র লীগ নেতা অনিক কুমার সাহা,তাহেরপুর পৌর ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, তাহেরপুর পৌর ছাত্রলীগ নেতা রবিন ইসলাম, তাহেরপুর পৌর যুবলীগ নেতা জিল্লু সরকার।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।