আবদুল মজিদ, ফেনী সদর প্রতিনিধি:
ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।ফেনীস্থ র্যাব-৭ এর সহকারী পরিচালক মো: নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাবকে দেখে দু’ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তাদের সাথে থাকা বস্তার ভেতর থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানা অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সৈয়দপুর গ্রামের বশির আহম্মদের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও কামরুল ইসলাম ছোটন (৩৫) কে আটক করা হয়। পরে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।