দিনাজপুর প্রতিনিধি মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরে প্রথমবারের মত মহামারী করোনা যুদ্ধে বিজয়ী হয়েছেন চার যুবক। এই চার যুবককে ফুল ও ফল উপহার দিয়ে করোনামুক্ত ছাড়পত্র দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ই মে) প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে দিনাজপুর জেলার প্রথম দুই করোনা বিজয়ী সোহাগ ও বিক্রমসহ মোট চার জনকে ফুল ও ফল দিয়ে শুভেচ্ছা জানিয়ে করোনামুক্ত ছাড়পত্র দিয়েছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল কুদ্দুছ ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরজ উল্লাহ, ও বোচাগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা বিজয়ীদের মধ্যে দুইজন দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা ও অন্য দুইজন নবাবগঞ্জের বাসিন্দা।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।