প্রকাশ দেব,চট্টগ্ৰাম।
নগরের আগ্রাবাদ এলাকার এক ব্যবসায়ীকে কবিরাজি চিকিৎসার জন্য বাসায় ডেকে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই নারীসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (০৫ মে) বায়েজিদ থানার রুবি গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার তিন প্রতারক হলো- ফটিকছড়ি উপজেলার ইমামনগর এলাকার মৃত সরোয়ার উদ্দিনের স্ত্রী রাজু আক্তার প্রকাশ আঁখি (২৮), হালিশহর মধ্যম রামপুর এলাকার মো. মঞ্জুর আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৭), মিরসরাই উপজেলার আবু তোরাব বাজার এলাকার মো. ছলিম উদ্দীনের মেয়ে রাজিয়া সুলতানা লিমা (১৮)।স্থানীয় বাসিন্ধা রুবেল ঘোষ জানান, চক্রের সদস্যরা বায়েজিদ রুবি গেইট এলাকায় বাসা ভাড়া নিয়ে কবিরাজি চিকিৎসার কথা বলে বিভিন্ন জনকে ডেকে এনে মুক্তিপণ আদায় করত।এ চক্রের আরও দুই সদস্য পলাতক রয়েছে বলে জানান বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম।গোলাম মোহাম্মদ নাসিম বলেন, এক ব্যবসায়ীকে কবিরাজি চিকিৎসার জন্য ডেকে এনে আটক করে রাখে প্রতারক চক্রের সদস্যরা। পরে ওই ব্যবসায়ীর কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়।মুক্তি পেয়ে ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ চক্রের দুই সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বলেন, প্রতারক চক্রের সদস্যরা ব্যবসায়ী ও আর্থিকভাবে সামর্থ্যবান ব্যক্তিদের টার্গেট করে ফাঁদে ফেলে। পরবর্তীতে পারিবারিক সমস্যার কোনো বিষয় থাকলে তা জেনে নিয়ে কবিরাজি চিকিৎসার জন্য ডেকে এনে আটকে রেখে মুক্তিপণ আদায় করে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।