দিনাজপুর প্রতিনিধি: মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরে চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে দিনাজপুরের সর্ববৃহৎ সবজি বাজার মূলবাজার থেকে সরিয়ে ইতিমধ্যে দিনাজপুর জিলা স্কুল মাঠে স্থানান্তরিত করেছে প্রশাসন। বাজার স্থানান্তরিত করার ফলে ব্যবসায়ীক ভাবে সাময়িক ক্ষতির মুখে পড়েছে আড়ৎদার ও পাইকাররা।

চলমান সংকটে ইজারাদারের লোকজন ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করার প্রতিবাদে আড়ৎদার সমিতি বাজার বন্ধ করে দেয়। এরই জের ধরে ইজারাদারের লোকজন আজ সকালে এক আড়ৎদারকে দোকান খোলার কথা বললে আড়ৎদার অস্বীকৃতি জানায়। এতে ইজারাদারের লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। এ সময় ২জন আহত হয়। আড়ৎদারকে হামলার প্রতিবাদে পরবর্তীতে শহরে একটি বিক্ষোভ মিছিল করেছে আড়ৎদার সমিতি।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।