এইচ কে মোঃ হাসান খান ( পটুয়াখালী প্রতিনিধি )
পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রথমবারের মত করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি (২৫) মির্জাগঞ্জ উপজেলাধীন মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের মোঃ আবিরের স্ত্রী। পেশায় তিনি একজন শিক্ষিকা। মঙ্গলবার রাতে পটুয়াখালী সিভিল সার্জনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, গত সোমবার সকালে ওই নারী ও তার স্বামী এসে বলেন, আপা আমাদের নমুনা সংগ্রহ করে একটু পরীক্ষার জন্য পাঠান। তাদের সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট কোন উপসর্গই ছিলোনা। পরে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। মঙ্গলবার সকালে ওই নারীর শরীরে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।কিন্তু তার স্বামীর রিপোর্ট নেগেটিভ। ওই নারীকে বাসায় সম্পূর্ন আলাদা থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।