গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ মনীষ সরকার :
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১১ নম্বর হরিপুর ইউনিয়ন । নদী ভাঙ্গন, বন্যা ও দরিদ্রতা এ ইউনিয়নবাসীর নিত্যসঙ্গী । এ ইউনিয়নের অনেক মানুষের নিজস্ব বাসস্থান নেই । বাসস্থানহীন শত শত মানুষ বন্যা নিয়ন্ত্রন বাঁধের দু’ধারে খুপরির মতন ঘরে বসবাস করনে । ১১ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের ০৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল লফিত । সরকারী বিভিন্ন আর্থিক সুবিধা যেমন, দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ অন্যান্য অনুদান এর কর্ড প্রদানের নামে তার ওয়ার্ডের মানুষের কাছে হাতিয়ে নিয়েছেন লক্ষাধিক টাকা । গতকাল বিকালে আমার মুঠোফোনে কল দিয়ে এ অভিযোগ গুলো জানান একই ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোশাররফ হোসেন তিনি ০৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সমাজ মেবক । জনাব হোসেন প্রমান স্বরুপ ভুক্তভোগীদের একটি নামের তালিকা ও বেশ কিছু ভিডিও চিত্র পাঠান । তার পাঠানো তালিকাতে মোট ১১ জন ওয়ার্ডবাসীর নাম ও প্রদেয় টাকার পরিমান উল্লেখ রয়েছে ! তালিকাভুক্ত মানুষের নিকট থেকে অভিযুক্ত আঃ লতিফ মোট ৩৮,৫০০ (আটত্রিশ হাজার পাঁচ শত) টাকা অনৈতিক উপায়ে গ্রহন করেছেন । ভাতা কার্ড প্রদানের জন্য ওয়ার্ড বাসীর কাছে টাকা নেয়ার কারণ জানতে মুঠোফোনে কথা হয়, ইউ,পি সদস্য আব্দুল লতিফের সাথে । তিনি বিষয়টি অস্বীকার করেন এবং আমাকে তার এলাকায় একসাথে বসে চা পানের অামন্ত্রন জানান ! ক্ষমতাশীন আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিগত কয়েক বছর থেকে সমাজসেবা মন্ত্রনালয়/অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী অসহায়দের জন্য অনুদান মূলক এ সেবা কার্যক্রম চালু করা হয় । দেশব্যাপী এ সেবা গুলো দেবার জন্য সরকার “ভাতা কার্ড” এর প্রচলন করেন । ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের মাধ্যমে এ সেবাগুলো প্রদান করা হয় । এ সেবার জন্য কোন প্রকারের আর্থিক লেনদেন শাস্তিযোগ্য অপরাধ । কিন্তু বাস্তবতা ভিন্ন ! দেশব্যাপী খুব অল্প সংখ্যক ভাগ্যবান মানুষ টাকা ছাড়াই উল্লেখিত ভাতা কার্ড পেয়ে থাকেন । দেশের অধিকাংশ ইউ,পি সদস্য অনৈতিক লেনদেনের এ অপকর্মটি করে থাকেন ! অল্প সংখ্যক চেয়ারম্যানের বিরুদ্ধেও এমন অভিযোগ শোনা যায় । যার ফলে, সরকারের সেবা মূলক কার্যক্রমটি নিয়ে মানুষের মাঝে এক ধরনের হতাশা ও ক্ষোভ পরিলক্ষিত হয় । তাই সেবা কার্ড প্রদানে যারা অনৈতিক অার্থিক সুবিধা গ্রহন করেন ? তাদের বিরুদ্ধে যথযথ অাইনী ব্যবস্থা গ্রহন এখন সময়ের দাবী ।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।