আবদুল মজিদ, ফেনী সদর প্রতিনিধি:
ফেনীর সদর উপজেলায় একটি কাম্বাইন্ড হারভেস্টার ও একটি রিপার অর্ধেক মূল্যে কৃষকের মাঝে বিতরণ করা হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, কৃষি বিভাগের উপপরিচালক উপ পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরীসহ কৃষি কর্মকর্তারা কৃষকদের হাতে এই আধুনিক যন্ত্র দুটি বুঝিয়ে দিয়েছেন।উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, বর্তমানে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহযোগিতার কর্মসূচির আওতায় চলমান শ্রমিক সংকট কাটাতে একটি কাম্বাইন্ড হারভেস্টার ও একটি রিপার অর্ধেক মূল্যে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কৃষক জসিম উদ্দিনকে এসিআই কোম্পানীর সরবরাহকৃত ইয়ানমার ব্রান্ডের একটি হারভেস্টার অর্ধেক মূল্যে দেয়া হয়েছে। বর্তমানে হারভেস্টারটির বাজার মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। হারভেস্টারটি কৃষক ১৪ লাখ ৯০ হাজার টাকার বিনিময়ে পাচ্ছেন। এ যন্ত্রের মাধ্যমে মাত্র দুই ঘন্টায় এক একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়া এবং বস্তাবন্দি করা সম্ভব।এছাড়াও শর্শদী ইউনিয়নের কৃষক জাহাঙ্গীর আলমকে ভিকাইনো ব্রান্ডের একটি রিপার যন্ত্র দেয়া হয়েছে।যার মৃল্যে ১ লাখ ৯০ হাজার টাকার ধানা কাটার এ যন্ত্রটি মাত্র ৯০ হাজার টাকা দিয়েই কৃষক এটির মালিক হচ্ছেন। এ যন্ত্রটি ব্যবহার করে কৃষকরা ঘন্টায় এক একর জমির ধান কাটতে পারবে।কৃষি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী জানান, কৃষকদের আর্থিক অনটন, শ্রমিকের অভাবে ফেনীর কৃষকগন খুবই চিন্তার মধ্যে পড়েছে। তাই জরুরী ভিত্তিতে হারভেস্টার ও রিপার বিতরনের মাধ্যমে তাদের সংকট নিরসনের চেষ্টা করা হচ্ছে। এসব যন্ত্রের ব্যবহারের মাধ্যমে সময় ও টাকা দুটোই খুবই কম খরচ হবে । এতে কৃষকেরা ভালোই লাভবান হবেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।