ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৩
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২ !!

নিজস্ব প্রতিবেদক
মে ৭, ২০২০ ৮:০২ অপরাহ্ণ
পঠিত: 54 বার
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি: মোঃ রিয়াদ হাসান আকাশঃ

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক চাপায় দুলাভাই ও শ্যালিকার মৃত্যু হয়েছে, আজ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৬ টায় বীরগঞ্জের ২৮ মাইল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় বীরগঞ্জ থানা কর্মকর্তা (এস.আই) নিমাই জানান, রংপুরের আলম নগর থেকে দুলাভাই শহিদুজ্জামান (৩৫) তার শ্যালিকা সুর্বনা (২৩) কে নিয়ে মোটর সাইকেল যোগে শশুরবাড়ি ঠাকুরগাঁও যাওয়ার পথে বীরগঞ্জের ২৮ মাইল নামক স্থানে ট্রাক চাপায় ঘটনাস্থলে শহিদুজ্জামান মারা যায়। এ সময় আহত সুর্বনাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পর সুর্বনা (২৩) মারা যায়।

থানা কর্মকর্তা (এস.আই) নিমাই আরও জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তবে পুলিশ আটক করার চেষ্টা চালাচ্ছেন।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না