দিনাজপুর প্রতিনিধি: মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন কালিয়াগঞ্জ এলাকায় কোবাদ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, কোবাদ আলী বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত. এমাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (৭ই মে) বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ বাজার থেকে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পলাশবাড়ী নামক স্থানে কোবাদ আলী কে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী মৃতের লাশ রাস্তায় পরে থাকতে দেখে তাৎক্ষণিক থানায় দেয়। এই খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন কোবাদ আলী’র মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, হত্যার স্বীকার মৃত. কোবাদ আলী মাদকাসক্ত ছিলেন বলে আমরা জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। এদিকে হত্যাকারীকে আটক করার যথার্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। আশা করা যায় খুব শীঘ্রই হত্যাকারীকে আটক করতে সফল হবে পুলিশ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।