ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩২
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাবাকে পিটিয়ে আহতকারী ইমাম আটক

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ৮, ২০২০ ৫:২৬ অপরাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ শরিফ হাছান

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নিজের বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পাটবাজার দারুস সালাম জামে মসজিদের ইমাম মোঃ বদরোদ্দৌজার (৩২)কে আটক করা হয়েছে।রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের নির্দেশক্রমে থানা পুলিশের এস আই মহসিন চৌধুরী গতকাল সন্ধ্যায় ভাইপাস সড়কের মোহাম্মদিয়া হোটেলের সামনে থেকে ওই ঈমামকে আটক করেছেন।উল্লেখ্য-লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের পাট বাজার জামে মসজিদের ইমাম বদরোদ্দৌজা সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় বুধবার ভোর রাতে সেহরী খাওয়ার সময় তার বৃদ্ধ ও অন্ধ বাবা আফতাব উদ্দিন (৯০) লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে।এ সময় বৃদ্ধের চিৎকারে পাশ্ববর্তি বাসার লোকজন এগিয়ে আসলে তাদেরকে মসজিদ কমিটির সভাপতি শহিদ উল্যাহ ও তার ছেলে বাবলুর কথা বলে ভয়ভীতি ও হুমকী ধমকী দিয়ে তাড়িয়ে দেয়। ইমাম ছেলের হাতে নির্যাতনের স্বীকার বৃদ্ধ ও অন্ধ আফতাব উদ্দিন (৯০) বাড়ি উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া বড় বাড়ী। তিনি দীর্ঘ ৪২ বছর কচুয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন এবং ৯ ছেলের জনক। এর মধ্যে ৪ ছেলে ঢাকা ও প্রবাসে থাকে । বদরোদ্দৌজা (৩২) ৮ম তম ছেলে সে পাটবাজার দারুস সালাম জামে মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করেন এবং রামগঞ্জ- সোনাপুর সড়কের কাটবাজারে একটি ভাড়া বাসা থাকে।বদরোদ্দৌজা নিকটাত্নীয় পাট বাজার মসজিদ কমিটির সভাপতি শহিদ উল্যা ও তার ছেলে বাবলু বিষয়টি ধামাচাপা দিতে ইমাম বদরোদ্দৌজাকে মানসিক বিকারগ্রস্থ বলে দাবী করেন।বৃদ্ধ বাবা আফতাব উদ্দিন জানান , ভোর রাতে সেহরী খাওয়ার জন্য উঠলে তার ছেলে বদরোদ্দৌজা বাড়ীর সম্পত্তি তার নামে লিখে দিতে বলে । আমি তাতে রাজি না হয়ে তার সকল ভাইদের সাথে যোগাযোগ করার জন্য বলি, তখন সে ক্ষীপ্ত হয়ে আমার হাটা চলার লাঠি দিয়ে আমাকে প্রচন্ড মারধর করে। এ সময় আমার স্ত্রী তার মা তাকে অননুয় বিনয় করেও রোখাতে পারেনি। আজ তারা স্বামী স্ত্রী সেহেরী না খেয়ে রোজা রেখেন।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না