ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৫
আজকের সর্বশেষ সবখবর

রোজা রেখে অসহায় কৃষকের ধান কেটে বাসায় পৌঁছে দিল কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ৮, ২০২০ ৫:৪৩ অপরাহ্ণ
পঠিত: 73 বার
Link Copied!

মোঃ আলিমুল ইসলাম জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম।

বৈরী আবহাওয়া ও করোনাভাইরাসে কারণে দেশের মানুষ যখন ঘরবন্দি, ঠিক তখনই শুরু হয়েছে ধান কাটার মৌসুম, এমন পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছে অসহায কৃষকরা। শ্রমিক সংকট দেখা দিয়েছে, মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। এমন সময় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সারা বাংলাদেশের ছাত্রলীগ নেতা কর্মীদের দরিদ্র কৃষকের পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলাছাত্রলীগের নেতা কর্মীরা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার তালতাল গ্রামের এক অসহায় কৃষকের এক বিঘা জমির পাকা ধান কেটে বাসায় পৌঁছে দেন। ধানকাটায় ‍ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এদের প্রায় সকলেই রোজা রেখেছেন বলে জানা গিয়েছে।ধানকাটায় নেতৃত্ব দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের ত্যাগী ও জনপ্রিয় ছাত্রলীগ নেতা সাবেক সহঃ সভাপতি মোঃ রাজু আহমেদ। মোঃ রাজু আহমেদ বিগত দিনে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহঃসভাপতি, কুড়িগ্রাম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সদস্য হিসাবে তার উপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।এছাড়াও, এই ধানকাটায় অংশ গ্রহণ করছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্নসাধারণ সম্পাদক জনপ্রিয় ছাত্রলীগ নেতা আল-মুসতাক্বীম বিল্লাহ্ মিশু,সাবেক জেলা ছাত্রলীগ সহঃ সভাপতি পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা মো: ফিরোজ শাহী, সাবেক জেলা ছাত্রলীগ সহঃ সভাপতি হয়রত আলী, সাবেক জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয় সম্পাদক আল হেলাল রাকিব, সাবেক জেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক আতিকুর রহমান রাব্বি, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ আল কাফী সহ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদীয়মান ও জনপ্রিয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু, কলেজ ছাত্রলীগের উদীয়মান ছাত্রলীগ নেতা এ আর এম মেহেদী আমীন, মোঃ সোলায়মান গাদ্দাফীসেই সংঙ্গে আরও উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম রুবেল, রাব্বু, রুদ্র, বিপাশ, বাধন,উৎস, আজিজুল,বিদ্যুৎ, সৈকত, হ্রদয়,প্রান্ত,সৌরভ, রানা, সহ অনেকেই। ছাত্রলীগ নেতা রাজু আহমেদ জানান আমাদের এ ধানকাটা কার্যক্রম অব্যাহত থাকবে।দরিদ্র কৃষকদের পাশে আমরা সর্বদা প্রফুল্লচিত্তে থাকবো ইনশাআল্লাহ। যদি কোন দরিদ্র কৃষকের ধান কাটার শ্রমিক না পায় তাহলে আমাদের জানালে আমরা তার যথাযথ ব্যবস্থা করবো।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না