ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৭
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ঈদ পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ৯, ২০২০ ৭:৩০ অপরাহ্ণ
পঠিত: 72 বার
Link Copied!

আবদুল মজিদ, ফেনী সদর প্রতিনিধি:

বর্তমান চলমান প্রাণঘাতী করোনা ভাইরাস (কোবিড-১৯) এর পরিস্থিতিতে ঈদ পর্যন্ত দোকানপাট ও বিপনীবিতান বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে ফেনী শহর ব্যবসায়ী সমিতি। শনিবার সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত ফেনী চেম্বার আব কমার্স ইন্ডাস্ট্রিসহ ১৮টি ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে পর এ সিন্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের সিন্ধান্ত মোতাবেক নিত্য পণ্যের দোকান, কাঁচামাল ও ফার্মেসী খোলা থাকবে।ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে দোকানপাট ও ব্যবসায়ীক কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। কেননা জীবিকার চেয়ে জীবন বড়, তার জন্য আমরা ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করে পরবর্তী ঘোসনা না দেয়া পর্যন্ত ফেনী শহরে সকল দোকানপাট ও বিপনী বিতান বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছি।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না