প্রকাশ দেব,চট্টগ্ৰাম।
করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা সদরে দুটি মার্কেটের দু’মাসের ভাড়া মওকুফ করেছেন মার্কেটের মালিক সরওয়ার মোরশেদ। শনিবার (৯এপ্রিল) সকালে এন জহুর শপিং সেন্টার এবং সিটি সেন্টারেরর মালিক সরওয়ার মোর্শেদ মার্কেটের দোকানদারদের সঙ্গে বৈঠক করে এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মার্কেট বন্ধ রাখার কথা বলেন।মার্কেটের মালিক সরওয়ার মোর্শেদ সংবাদ মাধ্যমকে জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে।তাই মানবিক দিক চিন্তা করে আমার মালিকানাধীন দুই মার্কেটের ৩৭৫টি দোকানের এপ্রিল ও মে মাসের দোকান ভাড়া মওকুফ করা হয়েছে। একই সাথে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে।সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন জানান, প্রায় দুই মাস ধরে ব্যবসা হচ্ছে না। দোকানদাররা খুব কষ্টের সঙ্গে জীবনযাপন করছে। ব্যবসায়ীদের কথা চিন্তা করে মার্কেট মালিক কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে তার কোন তুলনায় নেই।স্থানীয় দোকানদার প্রনব বনিক জানান, করোনা পরিস্তিতিতে দোকান বন্ধ থাকায় ব্যাবসায়ীদের অনেক টাকা লোকসান গুনতে হবে।কতৃপক্ষ দোকান ভাড়া মওকুফ করায় কিছুটা সস্তি অনুভব করছি।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।