ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৬
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ, উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী ভাংচুর।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
মে ৯, ২০২০ ৯:১০ অপরাহ্ণ
পঠিত: 51 বার
Link Copied!

মোঃ আলিমুল ইসলাম, জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম ।

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়িতে খাদ্যের দাবিতে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এসময় রাস্তার দু’পাশে সকল ধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়।পুলিশ ও প্রশাসন খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ঘটনা স্থলে পৌছালে উত্তেজিত জনতা সদর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির সামনের কাঁচ ভাংচুর করেন। পরে পুলিশ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে না পেরে দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনা স্থল ত্যাগ করেন।বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, করোনার ফলে জেলায় লকডাউন চলছে। সবার কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে তারা কোন প্রকার খাদ্য সহায়তা পাননি। পরিষদ থেকে বারবার তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নেয়া হলেও এখন পর্যন্ত তারা কোন সহায়তা পাননি। ফলে বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন। তারা জানান, স্থানীয় সরকারের প্রতিনিধিগণ তাদের সাথে কথা না বলা পর্যন্ত অবরোধ ও বিক্ষোভ চালাবেন।পরে সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু ঘটনা স্থানে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না