আবদুল মজিদ, ফেনী সদর প্রতিনিধি:
বর্তমানে চলমান প্রাণঘাতী করোনা ভাইরাস ( কোবিড-১৯) এর সময়ে ফেনীতে বেসরকারি সংস্থা পরিবর্তন সোসাইটির ভলেন্টিয়ার্স বন্ধুদের পাশে দাঁড়িয়েছেন উক্ত সংগঠনের উপদেষ্টা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। তাঁর সার্বিক সহযোগিতায় পরিবর্তন সোসাইটির এক ঝাঁক তরুণ উদ্যোক্তা মানবসেবার কর্মসূচি বাস্তবায়ন করেছে। তারা কর্মহীন ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।ভলেন্টিয়ার্স ফোরামের উপদেষ্টা শুসেন চন্দ্র শীল বলেন, দেশের এই করুণ মুহূতে কর্মহীন ও অসহায় মানুষের পাশে যারা দাড়াবে আমি তাদের সাথে আছি এবং মানুষের পাশে দাড়াতে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আমার সহযোগিতা সর্বদা অব্যাহত থাকবে।ফেনীর বালিগাঁওতে শনিবার ৯ মে খাদ্য সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন=বালিগাঁও বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান চৌধুরী কায়েস, সাধারণ সম্পাদক ও পরিবর্তন সোসাইটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও বিশিষ্ট সমাজ সেবক সামছুল আলম চৌধুরী।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।