রায়পুর, লক্ষ্মীপুর,প্রতিনিধি :মাহমুদ সানি
রায়পুর উপজেলার পৌরসভা ও ২টি ইউনিয়নের মধ্যে ৩১০ পরিবারকে জেলা পরিষদের উদ্যোগে ত্রান ও জরুরী চিকিৎসা সামগ্রী নিয়ে হাজির হয় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এই দুর্যোগে মানবিক দায়িত্বের বোঝা কাঁধে তুলে জেলার হতদরিদ্র পরিবার গুলোর মাঝে ত্রাণ সামগ্রী যথাযথভাবে পৌঁছে দেওয়ার লক্ষে পুরো জেলায় রাত দিন চষে বেড়াচ্ছে জেলা পরিষদ চেয়ারম্যান। তারই ধারাবাহিকতায় করোনা মোকাবেলায় ত্রাণ সামগ্রী নিয়ে উপজেলার রায়পুর পৌরসভা , ৬নংকেরোয়া ইউনিয়ন, ৭নংভাবনি ইনিয়ন, রায়পুর মিলে মোট ২টি ইউনিয়নের হতদরিদ্র, দুস্থ, অসহায় ও দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান।পরিস্থিতি উপর ভিত্তি করে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান। করোনাভাইরাস মোকাবেলায় লক্ষ্মীপুর জেলার মধ্যে রায়পুরের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। সরকারের নির্দেশনা মেনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সংকট মোকাবেলা করা সম্ভব। চলমান সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত ঘরে থাকুন। সামাজিক ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ত্রাণ সামগ্রী তুলে দিয়ে পুনরায় বাড়ি থেকে বের না হওয়ার উদাত্ত আহবান করেন।এই বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, রায়পুর পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ , সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান,জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন আরিফ প্রমুখ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।