আবদুল মজিদ, ফেনী সদর প্রতিনিধি:
ফেনীতে একদিনে ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।ডা. সাজ্জাদ হোসেন জানান, আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন মেডিকেল অফিসার, আর ৫ জন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও অন্য জন দাগনভূঞার বাসিন্দা। করোনা আক্রান্ত ব্যক্তিদের কোথায় চিকিৎসা দেয়া হবে সেটি পরে জানানো হবে।ফেনীতে এখন পর্যন্ত ৬৬৬ জনের শরীরে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাসহ মোট ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭জন স্বাস্থ্য বিভাগের অন্যদের মধ্যে ছাগলনাইয়ায় দুইজন, দাগভূঞায় চারজন, সোনাগাজীতে একজন ও ফূলগাজীতে একজনের শরীরে এ করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তাদের মধ্যে থেকে ৩ জন সুস্থ্য হয়েছেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।