দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরের বীরগঞ্জে প্রথমবারের মত ডাক্তার সহ ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ (১১ই মে) সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন বীরগঞ্জ সরকারী হাসপাতালের কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার উল্লাহ্।
এ সময় তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৬০ জনের নমুনা সংগ্রহ করে, পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত (১০ই মে) রবিবার ১ জন ডাক্তার সহ ৪ জনের শরীরে (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে।
এই অবস্থায় বীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান এবং গুজব ও বিভ্রান্তী মূলক প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশ দেন। পরিশেষে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকার আহ্বান জানান তিনি।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।