ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৪
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় (কোভিড-১৯) এ আরও ০১ জন আক্রান্ত !!

নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২০ ৮:২৪ অপরাহ্ণ
পঠিত: 62 বার
Link Copied!

দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ রিয়াদ হাসান আকাশঃ

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ০১ জন (কোভিড-১৯) পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি বিরল উপজেলার অধিবাসী। এ নিয়ে দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫১ জনে।

গত ২৪ ঘন্টায় (কোভিড-১৯) পরীক্ষার জন্য ল্যাবেরটরীতে প্রেরিত নমুনার সংখ্যা ২৫২টি এবং অদ্যাবধি প্রেরিত নমুনার সংখ্যা ১ হাজার ৩৫৮ টি। এখন পর্যন্ত মোট ১ হাজার ১১৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গিয়েছে। দিনাজপুর জেলায় এখন পর্যন্ত (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা ০১ এবং (কোভিড-১৯) সংক্রমনের পর আরোগ্যলাভকারী ব্যক্তির সংখ্যা ০৭ জন।

আজ (১১ই মে) রোজ: সোমবার দিনাজপুর জেলা (কোভিড-১৯) সংক্রমণ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, সিভিল সার্জন, দিনাজপুর।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না